ধানমন্ডি সোসাইটি ও এপোলো ক্লিনিক জে এম আই হাসপাতাল লিমিটেড এর সাথে  একটি চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে ধানমন্ডি সোসাইটির আজীবন সদস্য ল্যাব সার্ভিসে ২৫%, রেডিওলোজী ও ইমেজিং টেস্ট এ ১৫% এবং হসপিটাল বেডে ৭% ডিস্কাউন্ট এবং সাধারণ সদস্য ল্যাব সার্ভিসে ২০%, রেডিওলোজী ও ইমেজিং টেস্ট এ ১০% এবং হসপিটাল বেডে ৫% ডিস্কাউন্ট পাবেন।