ধানমন্ডি সোসাইটি ও  ইউনিকো হসপিটাল এর সাথে চুক্তি

২৫.০১.২০২৬ ধানমন্ডি সোসাইটি ও  ইউনিকো হসপিটাল এর সাথে একটি চুক্তি সম্পন্ন  হয়।  চুক্তিতে ধানমন্ডি সোসাইটির সকল সদস্য ল্যাব টেস্টে, রেডিওলোজি  ও ইমেজিং এ  এবং বেড ফি তে বিশেষ  ডিস্কাউন্ট পাবেন। চুক্তিতে ধানমন্ডি  সোসাইটির পক্ষে কমিউনিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাভীদ  আসিফ আহমেদ ,জন সংযোগ সম্পাদক জনাব রিয়াজ আহমেদ ও  কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রিজওয়ান মোমিনুল হক এবং ইউনিকো হসপিটাল এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব তাজুল ইসলাম ঢালী, জেনারেল ম্যানেজার মিসেস রুবি রেবেকা ও কর্পোরেট ম্যানেজার জনাব রেজাউল করিম স্বাক্ষর করেন। এ সময় ধানমন্ডি সোসাইটির দপ্তর সম্পাদক জনাব শরিফুল হক, কার্যনির্বাহী কমিটির  সদস্য জনাব মইনুল হক চৌধুরী  ও ইউনিকো হসপিটাল এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।