Notice Board

  • ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে বাড়ী/ফ্ল্যাটের নিরাপত্তা নির্দেশিকা

    প্রিয় বাসিন্দাবৃন্দ,

    আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে দীর্ঘ ছুটির সময়ে ফাঁকা থাকা বাড়ি/ফ্ল্যাটের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য আপনাদের অনুরোধ করা হলো:

    নিরাপত্তা রক্ষীদের জন্য নির্দেশনা:

     নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব পালনে আরও সতর্ক থাকতে নির্দেশ প্রদান করুন।

     ভবনে আগত ব্যক্তিদের যথাযথ পরিচয় যাচাই করে প্রবেশের অনুমতি দিন।

    বাড়ি ফ্ল্যাটের নিরাপত্তা ব্যবস্থা:

    • বাড়ি|ফ্ল্যাটের দরজা ও জানালা সঠিকভাবে বন্ধ করুন।

    * প্রবেশদ্বার ও প্রধান দরজায় এলার্মযুক্ত তালা ব্যবহার করুন।

    • বাড়ির চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন।

    • বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে তা সচল রাখুন।

    মূল্যবান সম্পদের নিরাপত্তা :

    * নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করুন বা ব্যাংকের লকার ব্যবহার করুন।

    প্রতিবেশী ও নিরাপত্তা সচেতনতা:

    * যারা শহরে অবস্থান করবেন, তাদের অনুরোধ করুন বাড়ির নিরাপত্তার বিষয়ে নজর রাখতে।সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত নিরাপত্তা কর্মী বা স্থানীয় থানাকে জানান ।

    পরিবেশ পরিচ্ছন্নতা :

    * বাড়ির চারপাশের ঝোপ-জঙ্গল পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় গাছের ডাল কেটে ফেলুন, যাতে নিরাপত্তা ঝুঁকি কমে।

    জরুরি যোগাযোগ:

    সিকিউরিটি ইনচার্জ: ০১৭৯৪৭২৭৯৭০

    ধানমণ্ডি মডেল থানা: ০১৩২০০৩৯৫৫৫

    সেনাবাহিনী (ধানমণ্ডি জোন): ০১৮৯৭৯১৪৮৬২, ০১৮৯৭৯১৪৮৬৩



  • - উচ্ছ্বাসে তারুণ্যে বিজয়ে - আপনার সন্তান স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে আগ্রহী হলে ফর্ম পূরণ করুন
    প্রিয় ধানমন্ডিবাসি,
    আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ধানমন্ডি সোসাইটি কর্তৃক বিজয় মেলা প্রোগ্রামে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে আগ্রহী আপনার সন্তান বা তাদের বন্ধুদের তথ্য শেয়ার করুন। প্রতিটি অংশগ্রহণকারীকে ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে একটি সোশ্যাল ওয়ার্ক সার্টিফিকেট প্রদান করা হবে।
    যোগ্যতা:

    •    বয়স: ১২–২০ বছর
    •    শারীরিকভাবে সুস্থ (কোনো দীর্ঘস্থায়ী রোগ বা স্বাস্থ্য সমস্যা থাকলে অংশগ্রহণ করা যাবে না)।

    ফর্ম লিংক


  • ধানমন্ডি সোসাইটির টহল গ্রুপ

    গত কয়েকদিনের মতো আজ ৮ই আগস্ট ধানমন্ডি সোসাইটি ধানমন্ডিকে নিরাপদ রাখার জন্য সারা রাত পাহারায় নিয়োজিত থাকবে।

    জরুরি প্রয়োজনে কল করুন- ০১৪০৪-০০৪১০১


  • পবিত্র মাহে রমজান চলাকালীন ও ঈদ-উল-ফিতর পরবর্তী এক সপ্তাহ থানা পরিচালিত ৮ টি জোনে থানা নিয়োজিত আনসার সহ সোসাইটির নৈশপ্রহরী মোতায়েন করা হয়েছে

    সম্মানিত সদস্য, 

    আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। 

    সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতবারের ন্যায় এবারও ধানমন্ডি সোসাইটি,  ধানমন্ডি মডেল থানার অনুরোধে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে ধানমন্ডি আবাসিক এলাকায় পবিত্র মাহে রমজান চলাকালীন ও ঈদ-উল-ফিতর পরবর্তী এক সপ্তাহ থানা পরিচালিত ৮ টি জোনে থানা নিয়োজিত আনসার সহ সোসাইটির নৈশপ্রহরী  মোতায়েন করা হয়েছে। এছাড়া ধানমন্ডিস্হ ৫ টি  মসজিদে প্রতি শুক্রবার মুসল্লীদের নির্বিধ্নে জুমআর নামাজ আদায়ে ধানমন্ডি সোসাইটি কতৃর্ক নিরাপত্তা ব্যবস্থা বলবৎ আছে। ঈদ-উল-ফিতর নামাজেও এই নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।  

    ধন্যবাদান্তে,  

    ধানমন্ডি সোসাইটি 

    বিশেষ দ্রষ্টব্য : পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটিতে নিরাপত্তার স্বার্থে  প্রয়োজনে যোগাযোগ  করুন 

    ধানমন্ডি মডেল থানা  ০১৩২০০৩৯৫৫৫


  • ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন কর্মশালা

    .


  • নিয়মিত ভাবে ধানমন্ডি লেকে দলবদ্ধভাবে প্রাতঃভ্রমন/ সান্ধ্যকালীন ভ্রমন করেন

    সম্মানিত সদস্য, 

    সালাম ও শুভেচ্ছা । সকল সদস্যের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, যেসকল সদস্য নিয়মিত ভাবে  ধানমন্ডি লেকে দলবদ্ধভাবে প্রাতঃভ্রমন/ সান্ধ্যকালীন ভ্রমন করেন , তারা যদি ধানমন্ডি লেকের অভ্যন্তরে কোন অনিয়ম/ অসংগতি , কুরিচিপূর্ণ দৃশ্য অবলোকন করেন তাহলে তাৎক্ষনিক ভাবে একতাবদ্ধ হয়ে প্রতিহত করেন এবং ঐ সকল দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে সোসাইটির গ্রুপে অতিসত্বর প্রেরণ করেন। এ বিষয়ে মাননীয় মেয়র ( দক্ষিন ) ও ঢাকা-১০ এর সংসদসদস্য পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

    আসুন সবাই মিলে সংঘবদ্ধভাবে ও ঐক্যবদ্ধ হয়ে মাননীয় মেয়র মহোদয় কতৃর্ক লেক সম্পর্কিত ঘোষিত নীতিমালায় কোন ব্যত্যয় ঘটলে তা একতাবদ্ধ হয়ে প্রতিহত করি। 

    আসুন আমরা আরো শক্তিশালী হয়ে ধানমন্ডি লেকের সার্বিক পরিবেশ উন্নয়নে ও এর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির জন্য সোচ্চার হই ও কাজ করে যাই। তবেই ক্রমান্বয়ে ধাপে ধাপে এই ঐতিহাসিক লেকের হারানা শ্রী আমরা ফিরে পাব এবং প্রানভরে নিঃশ্বাস নিতে পারব। 


    নিবেদনে, 

    ধানমন্ডি সোসাইটি


  • ১৬ই ডিসেম্বর ২০২৩ বিজয় দিবস উপলক্ষে আগামি ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিন ব্যাপি বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানঃ ধানমন্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠ।



  • “ডেঙ্গু সচেতনতা ও প্রতিকার” বিষয়ক কর্মশালা ও মেডিক্যাল ক্যাম্প

    সম্মানিত সদস্য, 

    আসসালামু আলাইকুম। 

    আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আগামী ২৯.০৯.২০২৩ ইং , রোজ শুক্রবার ধানমন্ডি লেকস্হ রবীন্দ্র সরোবরে সকাল ৭.৩০ ঘটিকায় “ডেঙ্গু সচেতনতা ও প্রতিকার” বিষয়ক কর্মশালা ও মেডিক্যাল ক্যাম্প  কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনাব শফিউল ইসলাম মহিউদ্দীন সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 

    উক্ত কর্মশালায় আপনার আন্তরিক উপস্থিতি একান্তভাবে কামনা করছি। 

    ধন্যবাদান্তে, 

    ধানমন্ডি সোসাইটি।


     অনুষ্ঠানসূচিঃ 

    তারিখ, সময় ও স্হানঃ ২৯.০৯.২০২৩. শুক্রবার , সকাল ৭.৩০ ঘটিকা

    ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর।

    সকাল ৭.৩০ হতে ৯.৩০ মিনিটঃ কর্মশালা  উদ্বোধন ও মেডিক্যাল ক্যাম্প সম্পাদন।

     চা চক্র ও সমাপ্তি।

    সহযোগিতায়ঃ মেডিক্স, ধানমন্ডি।

    পরিধেয় পোষাকঃ ধানমন্ডি সোসাইটির টি শার্ট।


  • ১৫’ আগস্ট জাতীয় শোক দিবস

    সম্মানিত সদস্য, 

    আসসালামু আলাইকুম। 

    স্বাধীনতার স্হপতি জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদনে বিকাল ৩.৩০ ঘটিকায় ধানমন্ডি ৩২ নং সড়কে পুষ্পস্তবক অর্পণ এবং বাদ আসর ধানমন্ডি ৪নং মাঠে দোয়া মাহফিলের ব্যবস্হা করা হয়েছে। 

    উক্ত অনুষ্ঠানে আপনার সহৃদয় উপস্হিতি কামনা করছি।

    ব্যবস্হাপনায়ঃ

    ধানমন্ডি সোসাইটি


  • কোরবানির বর্জ্য ফেলার নিমিত্তে প্লাস্টিকের ব্যাগ বিতরণ

    সম্মানিত সদস্য, 

    আসসালামু আলাইকুম 

    আগামীকাল ২৬.০৬.২০২৩ ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডি আবাসিক এলাকার প্রতিটি বাসায় সকাল ১০ ঘটিকা থেকে কোরবানির বর্জ্য ফেলার নিমিত্তে প্লাস্টিকের ব্যাগ বিতরণ করা হবে। উক্ত বিতরণের সময় আপনাদের উপস্থিতি কামনা করছি। প্রয়োজনে যোগাযোগ করুন ।

    হটলাইনঃ ধানমন্ডি সোসাইটি

    ০১৮৪১৭৫১১২০, ০১৪০৪০০৪১০০