প্রিয় ধানমন্ডিবাসি, আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ধানমন্ডি সোসাইটি কর্তৃক বিজয় মেলা প্রোগ্রামে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে আগ্রহী আপনার সন্তান বা তাদের বন্ধুদের তথ্য শেয়ার করুন। প্রতিটি অংশগ্রহণকারীকে ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে একটি সোশ্যাল ওয়ার্ক সার্টিফিকেট প্রদান করা হবে।
যোগ্যতা:
• বয়স: ১২–২০ বছর • শারীরিকভাবে সুস্থ (কোনো দীর্ঘস্থায়ী রোগ বা স্বাস্থ্য সমস্যা থাকলে অংশগ্রহণ করা যাবে না)।