Notice Board

 • ডেঙ্গু সচেতনতা শীর্ষক এক কর্মশালা ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন

  সম্মানিত সদস্য, 

  আসসালামু আলাইকুম ।

  আগামী ১৭’ জুন, রোজ শনিবার, সকাল ৮.০০ ঘটিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে “ধানমন্ডি সোসাইটি” ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতা শীর্ষক এক কর্মশালা ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। 

  উক্ত কর্মশালায় একজন সচেতন ধানমন্ডিবাসী হিসাবে আপনার সবান্ধব উপস্হিতি প্রত্যাশা করছি।

  নিবেদনে, 

  ধানমন্ডি সোসাইটি। 


  অনুষ্ঠানমালাঃ 

  সময়ঃ সকাল ৮ ঘটিকায় কর্মশালার উদ্বোধন। 

  তারিখঃ ১৭’ জুন , রোজ শনিবার ।

  পরিধেয় পোশাকঃ ধানমন্ডি সোসাইটির টি শার্ট।