Notice Board

 • “ডেঙ্গু সচেতনতা ও প্রতিকার” বিষয়ক কর্মশালা ও মেডিক্যাল ক্যাম্প

  সম্মানিত সদস্য, 

  আসসালামু আলাইকুম। 

  আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আগামী ২৯.০৯.২০২৩ ইং , রোজ শুক্রবার ধানমন্ডি লেকস্হ রবীন্দ্র সরোবরে সকাল ৭.৩০ ঘটিকায় “ডেঙ্গু সচেতনতা ও প্রতিকার” বিষয়ক কর্মশালা ও মেডিক্যাল ক্যাম্প  কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনাব শফিউল ইসলাম মহিউদ্দীন সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 

  উক্ত কর্মশালায় আপনার আন্তরিক উপস্থিতি একান্তভাবে কামনা করছি। 

  ধন্যবাদান্তে, 

  ধানমন্ডি সোসাইটি।


   অনুষ্ঠানসূচিঃ 

  তারিখ, সময় ও স্হানঃ ২৯.০৯.২০২৩. শুক্রবার , সকাল ৭.৩০ ঘটিকা

  ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর।

  সকাল ৭.৩০ হতে ৯.৩০ মিনিটঃ কর্মশালা  উদ্বোধন ও মেডিক্যাল ক্যাম্প সম্পাদন।

   চা চক্র ও সমাপ্তি।

  সহযোগিতায়ঃ মেডিক্স, ধানমন্ডি।

  পরিধেয় পোষাকঃ ধানমন্ডি সোসাইটির টি শার্ট।