
সম্মানিত সদস্য ,
ধানমন্ডি সোসাইটি এবং সম্মানিত ধানমন্ডিবাসী।
আসসালামুআলাইকুম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা । আজ ১৫, মার্চ, শনিবার, ২০২৫ ( ১৪ , রমজান, ১৪৪৬) ধানমন্ডি সোসাইটি আয়োজিত ইফতার মাহফিল-২০২৫ স্হানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সোসাইটির আজীবন এবং সাধারণ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে সোসাইটির আয়োজনকে সাফল্যমন্ডিত করেছেন। আজকের এই ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শাহজাহান মিয়া, পুলিশ ও ট্র্যাফিক প্রশাসনের উর্ধতন কতৃর্পক্ষ , ধানমন্ডি অন্চলের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জাতীয় দৈনিকের সাংবাদিক এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় উপদেষ্টা উদ্বোধনী বক্তৃতায় ধানমন্ডিবাসীর কল্যাণে তাঁর পক্ষে সম্ভব সকল ধরণের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ধানমন্ডি সোসাইটির সহযোগিতা পেলে তিনি পরিকল্পনামাফিক ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ভ্রাম্যমান হকার উচ্ছেদসহ , যানজট অবমুক্তকরণ এবং ধানমন্ডি লেকের শ্রীবৃদ্ধি কল্পে সবুজায়ন করার প্রতিশ্রুতি দেন। দায়িত্ব প্রাপ্ত সেনা, পুলিশ ও ট্র্যাফিক কর্মকর্তা তার সাথে ঐকমত্য পোষণ করে এলাকার নিরাপত্তা ব্যবস্হা জোরদার করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে ধানমন্ডি সোসাইটির সাধারণ সম্পাদক তাঁদের ইতোমধ্যে গৃহীত কর্মকান্ড সম্বন্ধে সংক্ষিপ্ত বার্তা প্রদান করেন। অনুষ্ঠান সন্চালনাসহ দোয়া পরিচালনা করেন সোসাইটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব ইন্জিনিয়ার লিয়াকত হোসেন।

পবিত্র মাহে রমজান চলাকালীন ও ঈদ-উল-ফিতর পরবর্তী ৭ দিন পর্যন্ত নৈশপ্রহরী নিয়োজিত থাকবে
27 Mar, 2025
Created by Twister Media
Category: News

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
27 Mar, 2025
Created by Twister Media
Category: News

রাতে ধানমন্ডি আবাসিক এলাকায় নিয়োজিত সোসাইটির নিরাপত্তা কর্মী
27 Mar, 2025
Created by Twister Media
Category: News

