ঈদ উপহার সামগ্রী বিতরণ

19 Mar, 2025

Created by Twister Media

Category: News

ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজ  ১৯.০৩.২০২৫ ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে  রোজার মাসে রাতে ধানমন্ডি আবাসিক এলাকায় নিয়োজিত সোসাইটির নিরাপত্তা কর্মী , ধানমন্ডির বিভিন্ন রোডে  নিরলসভাবে ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজে  নিয়োজিত ধানমন্ডি কমিউনিটি পুলিশদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধানমন্ডি জোনের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা,  ধানমন্ডি সোসাইটির কার্যনির্বাহী কমিটির  সভাপতি ইন্জি: লিয়াকত হোসাইন (মিলন) , সাধারণ সম্পাদক ডা: মোসাদ্দেক হাবিব (মিতু)  ,যুগ্ম  সম্পাদক এ. কামাল (অনু) ,ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়ব আফজাল, সাংগঠনিক সম্পাদক জনাব  নাজমুল খান (অলক)দপ্তর সম্পাদক শরিফুল হক,  সদস্য খান মো: উসামা সালেহিন  এবং ধানমন্ডি সোসাইটির অন্যান্য  আজীবন ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।