ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে বিজয় দিবসে গুণীজনদের সম্মাননা প্রদান
17 Dec, 2023
Created by Twister Media
Category: News
বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি। গতকাল শুক্রবার বিকেল তিনটায় ধানমন্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আয়োজনের দ্বিতীয় দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় ১৫ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে।
পাঁচটি ক্যাটারিতে ১৫ গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন শিক্ষাক্ষেত্রে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, জেবা আলী, সুলতানা কামাল। স্বাস্থ্যখাতে অবদানে ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. নাজমুন নাহার (সাবেক ডিজি, বারডেম হাসপাতাল), প্রফেসর ডা. মতিউর রহমান।
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য আব্দুস সাদেক (ফুটবল ও হকি), জাহাঙ্গীর শাহ বাদশাহ (ফুটবল ও হকি), মো. সাইদুল হক সাদী (টেবিল টেনিস)। ব্যবসাক্ষেত্রে অবদান রাখায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আমিনা আহমেদ (জেমকন গ্রুপ), মনোয়ার হোসেন (আনোয়ার গ্রুপ) এবং সংস্কৃতিতে অবদানের জন্য অভিনেতা আফজাল হোসেন, মামুনুর রশিদ, মুস্তফা মনোয়ার।
আয়োজনের দ্বিতীয় দিনে সকাল ১০টায় শুরুতেই চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের খেলার আয়োজন ছিল। এরপর জাতীয় পতাকা উত্তোলনের পর বেলা ১১টায় বায়োস্কোপ, সাপের খেলা, লাটিম খেলা, বানর খেলা, মার্বেল খেলা, ভাগ্য গণনাসহ ছিল মেহেদীতে হাত রাঙানোর মতো আয়োজন।
বিকাল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দুই দিনব্যাপী আয়োজনে পাশে থাকা স্পন্সরদের পুরস্কার প্রধান, জাতীয় সঙ্গীত ও মুক্তিযোদ্ধাদের ছবি ধারণ, গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। সন্ধ্যায় ছিল দেশাত্মবোধক গান, আবৃত্তি, ম্যাজিক শো, ব্যান্ডসঙ্গীত (মাকসুদ ও ঢাকা), র্যাফেল ড্র।

ধানমন্ডি সোসাইটি ও ইউনিকো হসপিটাল এর সাথে চুক্তি
26 Jan, 2026
Created by Twister Media
Category: News


চ্যাম্পিয়ন PWD দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
16 Nov, 2025
Created by Twister Media
Category: Event

ধানমন্ডি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী টি–১০ ডে–নাইট ক্রিকেট টুর্নামেন্ট
16 Nov, 2025
Created by Twister Media
Category: Event

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প
15 Nov, 2025
Created by Twister Media
Category: Event
