ধানমন্ডি লেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৪ ফেব্রুয়ারী, ২০২৪ রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকায়, রবীন্দ্র সরোবর হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনাব ফেরদৌস আহমেদের উপস্থিতিতে ও ধানমন্ডি সোসাইটির সদস্য সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সোসাইটির পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী দ্বারা ধানমন্ডি লেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।মাননীয় মেয়র উনার  বক্তব্যে ভিক্ষাবৃত্তি কে নিরুৎসাহিত করা, স্কুল কলেজের ড্রেস পরিহিত শিক্ষার্থীদের লেকে জমায়েত নিষিদ্ধ, রাত ৯.৩০ এর পর লেকে সকল হোটেল রেস্তোরার কার্যক্রম বন্ধ, সপ্তাহে প্রতি বুধবার লেকের সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ, লেকের ইজারাদারদের তাদের নিজ দায়িত্বে লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। ইজারাদারদের কার্যাদেশ অনুযায়ী লেকের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে  ইজারাদারদের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কঠোরভাবে নজরদারি করবে।এ  বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব ফেরদৌস আহমেদ ও ধানমন্ডি সোসাইটি  মনিটরিং করবে। সর্বোপরি ধানমন্ডি লেককে নান্দনিক রূপে গঠন করার ক্ষেত্রে সকলেরে প্রতি আহবান জানান।