ইলেকট্রো সেফটি এন্ড সিকিউরিটি সার্ভিস , বাংলাদেশ ( ESSAB)এর সাথে ধানমন্ডি সোসাইটি কার্যকরী কমিটির  একটি জরুরী আলোচনা সভা

সম্মানিত সদস্য, 

সালাম ও শুভেচ্ছা । আপনারা সকলেই অবগত যে বেইলি রোডস্হ একটি রেস্তোরায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক মানুষ তাঁদের জীবন হারিয়েছেন। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । 

এ উদ্যশ্যে গত ০৬-০৩-২০২৪ ইং , রোজ বুধবার সন্ধ্যা ৭.০০ টায় ইলেকট্রো সেফটি এন্ড সিকিউরিটি সার্ভিস , বাংলাদেশ ( ESSAB)এর সাথে ধানমন্ডি সোসাইটি কার্যকরী কমিটির  একটি জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ

১। ESSAB কতৃর্ক ধানমন্ডিস্হ প্রতিটি দালানের  জন্য চেকলিস্ট প্রনয়ন করা হবে এবং এই লিস্ট ধানমন্ডি মডেল থানা ও ধানমন্ডি সোসাইটির যৌথ উদ্যোগে  প্রতিটি দালানে প্রেরণ করা হবে । চেকলিস্টের উত্তর অনুযায়ী দালানের অগ্নিনির্বাপণ ব্যবস্হা মূল্যায়ন করা হবে। 

২। অগ্নি দূর্ঘটনায় করণীয় বিষয়ে এলাকাবাসীকে অধিকতর সচেতন করার উদ্যশ্যে  লিফলেট তৈরী করে বিতরনের ব্যবস্হা নেওয়া হবে। 

৩। এলাকাবাসীকে সম্পৃক্ত করে ও তাঁদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ধানমন্ডি মাঠে অডিও ভিচুয়াল এইড ও মহড়ার মাধ্যমে জন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে ESSAB ও ধানমন্ডি সোসাইটির মধ্যে একটি দ্বিপাক্ষিক স্মারক সমঝোতা সম্পন্ন হবে। 


ধন্যবাদান্তে

ধানমন্ডি সোসাইটি