ধানমন্ডি আবাসিক  এলাকার আভ্যন্তরীন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত কার্যকরী, সময়োপযোগী ও  দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা

২৫-০৬-২০২৪ ইং তারিখ, মঙ্গলবার , সন্ধ্যা ৭.০০ ঘটিকায় স্থানীয় একটি রেস্তোরায় মহানগর ট্রাফিক  পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও ধানমন্ডি মডেল থানার শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ সমন্বয়ে ধানমন্ডি  সোসাইটির কার্যকরী কমিটি ও আঞ্চলিক ( জোনাল) আহবায়কবৃন্দের সাথে ধানমন্ডি আবাসিক  এলাকার আভ্যন্তরীন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত কার্যকরী, সময়োপযোগী ও  দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি জনাব এস. এম . মেহেদী হাসান,  বি পি এম  (বার) পি পি এম( বার) যুগ্ম  পুলিশ কমিশনার ( ট্রাফিক দক্ষিণ) , ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, “রোড সেইফটি কমিউনিটি” গড়ে তোলার উদ্যেশ্যে ধানমন্ডি সোসাইটির সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। ধানমন্ডি সোসাইটির সদস্যবৃন্দ তাঁর দেওয়া প্রস্তাবে ঐকমত্য পোষন করেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নুল আবেদীন, উপ পুলিশ  কমিশনার ( অতিরিক্ত ডি. আই. জি. পদে পদোন্নতিপ্রাপ্ত)। সভাপতিত্ব করেন ধানমন্ডি সোসাইটির সভাপতি(ভারপ্রাপ্ত) ইন্জিনিয়ার মোঃ লিয়াকত হোসাইন ( মিলন) ।